Ajker Patrika

ডেঙ্গুতে প্রাণ গেল জবি শিক্ষকের 

প্রতিনিধি, জবি
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২: ৫০
ডেঙ্গুতে প্রাণ গেল জবি শিক্ষকের 

‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি’—গত ২০ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এভাবেই নিজের অসুস্থতার কথা জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলি। 

আজ বুধবার ভোররাত ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। 

দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ছিলেন। হাসপাতালে থাকা অবস্থায় কিডনিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। গত ৫ জুলাই আইসিইউতে ব্রেন স্ট্রোক করলে অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। আজ ভোর ৪টায় ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। সকালে মৃতদেহ সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হবে, সেখানেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, `আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল প্রিয় বাবলী। কিছুতেই তাঁকে আমরা ফেরাতে পারলাম না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি তাঁর মৃত্যুতে শোকাহত। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।'  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত