সাকিবদের মনের ‘চোট’ও ভাবাচ্ছে বিসিবিকে
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথেই সাকিব আল হাসান গেছেন যুক্তরাষ্ট্রে, পরিবারের কাছে। যাওয়ার আগে মোহামেডানের ক্লাবকে দেওয়া চিঠিতে সাকিব বলে গিয়েছেন, জৈব সুরক্ষাবলয়ে থাকতে থাকতে মানসিক অবসাদ কাজ করছে তাঁর মধ্যে। সেটি থেকে মুক্তি পেতেই পরিবারের কাছে যাচ্ছেন তিনি।