নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
ঢাকা: আগের ম্যাচে একাদশে থেকেও বোলিং করেননি মোস্তাফিজুর রহমান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে একাদশেই ঠাঁই হয়নি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই বাঁহাতি পেসারের। ফিজকে কি বিশ্রাম দেওয়া হয়েছে? না তিনি চোটে পড়েছেন?
দলীয় সূত্রে জানা গেছে, বুকে–পিঠে ও মাংসপেশির ব্যথায় খেলতে পারছেন না মোস্তাফিজ। দারুণ ছন্দে থাকা বাঁহাতি পেসার ডিপিএলেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। ৭ ম্যাচের ছয় ইনিংসে ২০ ওভার বোলিং করে পেয়েছেন ১৩ উইকেট। অন্যদের চেয়ে অনেক কম ওভার বোলিং করেও এখনো আছেন সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে।
চোটে পড়ায় আপাতত মাঠে নয়, হোটেলেই থাকতে হচ্ছে মোস্তাফিজকে। সন্ধ্যায় প্রাইম ব্যাংকের কোচ সারওয়ার ইমরান নিশ্চিত করেছেন মোস্তাফিজের না থাকার কারণটা। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘মোস্তাফিজ চোটে পড়েছে। তাঁর বুকে, পিঠে ও মাংসপেশিতে ব্যথা আছে। এ কারণে সে খেলতে পারছে না।’ কবে বাঁহাতি পেসার ফিরতে পারবেন, সেটি এখনই বলতে পারছেন না সারওয়ার ইমরান।
মোস্তাফিজকে ছাড়া মিরপুরে আজ তামিমদের প্রাইম ব্যাংক বোলিংয়ে সেভাবে সুবিধা করতে পারেনি। প্রথমে ব্যাটিং করতে নেমে আবাহনী করে ১৮৩ রান। আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুনিম শাহরিয়ার বেশি আক্রমণাত্মক ছিলেন জাতীয় দলের দুই পেসার রুবেল–শরীফুলের বিপক্ষে। রুবেল ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য। প্রথম বলে উইকেট পেলেও বোলিংয়ের সেই ধার শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি শরীফুলও। ৪ ওভারে ২ উইকেট পেলেও ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫ করে। শেষ পর্যন্ত বৃষ্টিবিঘ্নিত ম্যাচটাও প্রাইম ব্যাংক হেরেছে ৩০ রানের বড় ব্যবধানে।
মোস্তাফিজের চোটে পড়া শুধু প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নয়, চিন্তায় ফেলতে পারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকেও। এ মাসের শেষেই তিন সংস্করণে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ফিট মোস্তাফিজকে বড় দরকার তামিম–মাহমুদউল্লাহদের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫