নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একেকটা ম্যাচ শেষ হচ্ছে আর মাশরাফি ভক্তদের যেন অপেক্ষা বাড়ছে। দীর্ঘ নীরবতা ভেঙে এই ডিপিএল দিয়ে বাংলাদেশের সফলতম অধিনায়কের ক্রিকেটে ফেরার কথা থাকলেও তাঁকে এখনো মাঠে দেখা যায়নি। গুঞ্জন আছে, মাশরাফি আর নাও ফিরতে পারেন ডিপিএলে।
শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলার কথা ছিল মাশরাফির। লিগ শুরুর আগের দিন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান বলেছিলেন, ‘মাশরাফি ভাইকে আমরা পাব পাঁচ–ছয় ম্যাচ পর।’ পাঁচ–ছয় ম্যাচ শেষ হয়েছে আগেই। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে লিগের সপ্তম ম্যাচেও শেখ জামালের একাদশে দেখা গেল না মাশরাফির নাম।
অবশ্য এখন চাইলেই আজ যোগ দিয়ে কালই মাঠে নেমে যাওয়ার সুযোগ নেই। জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা আছে। অন্যান্য প্রক্রিয়া আছে। যত দূর জানা গেছে, মাশরাফি এখনো দলের সঙ্গেই যোগ দেননি। আপাতত তাঁর খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। আদৌ যোগ দেবেন কি না সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাশরাফি। গত ডিসেম্বরে খেলেছেন বঙ্গবন্ধু টি–টোয়েন্টিও।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টির শেষ দিকে খুলনা দলে যোগ দিয়েও তাঁর পারফরম্যান্স ছিল বলার মতোই। চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন ৩৫ রানে ৫ উইকেট, যেটি তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। এই পারফরম্যান্সের পর তিনি হয়তো আশা করেছিলেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন। নির্বাচকেরা প্রাথমিক দলেও তাঁকে রাখেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যদি জাতীয় দলের দরজা না খোলে; জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা সইয়ে, ব্যক্তিগত রাজনৈতিক ব্যস্ততা রেখে ডিপিএল খেলে লাভ কী—মাশরাফির ভাবনায় এটাই কাজ করাটা অমূলক নয়।
কদিন আগে সংবাদমাধ্যমকে মাশরাফি তাই বলছিলেন, ‘যদি জানতাম, এখানে ভালো করলে জাতীয় দলে আমার সুযোগ থাকবে বা অন্তত বিবেচনাও করতে পারে। তাহলে চ্যালেঞ্জটা নিয়ে হোটেলে উঠতাম। চেষ্টা করতাম ভালো করার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও সুযোগ হয়নি দলে। এই লিগে খুব ভালো করলেও তাই লাভ নেই।’
‘লাভ না থাকার’ কারণেই শুধু শরীর নয়, মাঠে নামতে মাশরাফিকে হয়তো টানছে না মনও! মাঠ থেকে দূরত্বটা তাঁর বেড়েই চলেছে এ কারণে।
ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) একেকটা ম্যাচ শেষ হচ্ছে আর মাশরাফি ভক্তদের যেন অপেক্ষা বাড়ছে। দীর্ঘ নীরবতা ভেঙে এই ডিপিএল দিয়ে বাংলাদেশের সফলতম অধিনায়কের ক্রিকেটে ফেরার কথা থাকলেও তাঁকে এখনো মাঠে দেখা যায়নি। গুঞ্জন আছে, মাশরাফি আর নাও ফিরতে পারেন ডিপিএলে।
শেখ জামাল ধানমন্ডির হয়ে খেলার কথা ছিল মাশরাফির। লিগ শুরুর আগের দিন শেখ জামালের অধিনায়ক নুরুল হাসান বলেছিলেন, ‘মাশরাফি ভাইকে আমরা পাব পাঁচ–ছয় ম্যাচ পর।’ পাঁচ–ছয় ম্যাচ শেষ হয়েছে আগেই। আজ বিকেএসপির ৪ নম্বর মাঠে লিগের সপ্তম ম্যাচেও শেখ জামালের একাদশে দেখা গেল না মাশরাফির নাম।
অবশ্য এখন চাইলেই আজ যোগ দিয়ে কালই মাঠে নেমে যাওয়ার সুযোগ নেই। জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা আছে। অন্যান্য প্রক্রিয়া আছে। যত দূর জানা গেছে, মাশরাফি এখনো দলের সঙ্গেই যোগ দেননি। আপাতত তাঁর খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। আদৌ যোগ দেবেন কি না সেটি নিয়েও যথেষ্ট সংশয় আছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে প্রায় অদৃশ্য হয়ে গেলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছিলেন মাশরাফি। গত ডিসেম্বরে খেলেছেন বঙ্গবন্ধু টি–টোয়েন্টিও।
বঙ্গবন্ধু টি–টোয়েন্টির শেষ দিকে খুলনা দলে যোগ দিয়েও তাঁর পারফরম্যান্স ছিল বলার মতোই। চট্টগ্রামের বিপক্ষে নিয়েছিলেন ৩৫ রানে ৫ উইকেট, যেটি তাঁর টি–টোয়েন্টি ক্যারিয়ারসেরা বোলিং। এই পারফরম্যান্সের পর তিনি হয়তো আশা করেছিলেন জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবেন। নির্বাচকেরা প্রাথমিক দলেও তাঁকে রাখেননি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যদি জাতীয় দলের দরজা না খোলে; জৈব সুরক্ষাবলয়ের হ্যাপা সইয়ে, ব্যক্তিগত রাজনৈতিক ব্যস্ততা রেখে ডিপিএল খেলে লাভ কী—মাশরাফির ভাবনায় এটাই কাজ করাটা অমূলক নয়।
কদিন আগে সংবাদমাধ্যমকে মাশরাফি তাই বলছিলেন, ‘যদি জানতাম, এখানে ভালো করলে জাতীয় দলে আমার সুযোগ থাকবে বা অন্তত বিবেচনাও করতে পারে। তাহলে চ্যালেঞ্জটা নিয়ে হোটেলে উঠতাম। চেষ্টা করতাম ভালো করার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে ৫ উইকেট নেওয়ার পরও সুযোগ হয়নি দলে। এই লিগে খুব ভালো করলেও তাই লাভ নেই।’
‘লাভ না থাকার’ কারণেই শুধু শরীর নয়, মাঠে নামতে মাশরাফিকে হয়তো টানছে না মনও! মাঠ থেকে দূরত্বটা তাঁর বেড়েই চলেছে এ কারণে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫