নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আম্পায়ারের সঙ্গে তর্ক, লাথি মেরে স্টাম্প ভাঙা, প্রতিপক্ষ কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে বাগ্যুদ্ধ, গ্যালারির দিকে অশোভন অঙ্গভঙ্গি—আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে একের পর এক বিতর্কিত ঘটনায় আবারও আলোচনায় সাকিব আল হাসান। ক্ষমা চাইতেও অবশ্য বেশি সময় নেননি তিনি। ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
প্রথমবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। খানিক পরে বৃষ্টিবাধায় আম্পায়ার খেলা বন্ধ করলে রেগেমেগে মোহামেডান অধিনায়ক উপড়ে ফেলেন স্টাম্প। তর্কে জড়িয়ে পড়েন আবাহনী কোচ খালেদ মাহমুদের সঙ্গেও। ম্যাচের পর সাকিব অবশ্য ক্ষমা চেয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে ম্যাচের আনন্দ নষ্ট করে দেওয়ায় আমি দুঃখিত। বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’
সাকিব আরও লিখেছেন, ‘কখনো কখনো কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিশিয়াল ও আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা।’
ঢাকা: আম্পায়ারের সঙ্গে তর্ক, লাথি মেরে স্টাম্প ভাঙা, প্রতিপক্ষ কোচ খালেদ মাহমুদ সুজনের দিকে বাগ্যুদ্ধ, গ্যালারির দিকে অশোভন অঙ্গভঙ্গি—আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর বিপক্ষে একের পর এক বিতর্কিত ঘটনায় আবারও আলোচনায় সাকিব আল হাসান। ক্ষমা চাইতেও অবশ্য বেশি সময় নেননি তিনি। ম্যাচ শেষেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও আয়োজকদের কাছে ক্ষমা চেয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।
প্রথমবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে লাথি মেরে স্টাম্প ভাঙেন সাকিব। খানিক পরে বৃষ্টিবাধায় আম্পায়ার খেলা বন্ধ করলে রেগেমেগে মোহামেডান অধিনায়ক উপড়ে ফেলেন স্টাম্প। তর্কে জড়িয়ে পড়েন আবাহনী কোচ খালেদ মাহমুদের সঙ্গেও। ম্যাচের পর সাকিব অবশ্য ক্ষমা চেয়েছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, মেজাজ হারিয়ে ম্যাচের আনন্দ নষ্ট করে দেওয়ায় আমি দুঃখিত। বিশেষ করে যারা বাসায় বসে খেলা দেখছেন, তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’
সাকিব আরও লিখেছেন, ‘কখনো কখনো কিছু কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিশিয়াল ও আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবাইকে ভালোবাসা।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫