আবার জামিন পেলেন সম্রাট
আজ অভিযোগ গঠন বিষয়ে ও জামিন শুনানির দিন ধার্য ছিল। সম্রাটকে আদালতে হাজির করা হয়। কিন্তু প্রথমে অভিযোগ গঠনের শুনানির জন্য সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী সময়ের আবেদন করেন। আদালত সময় মঞ্জুর করেন। এর আগে গত ২১ জুন, ৬ জুলাই ও ১১ আগস্ট সম্রাটকে আদালতে হাজির না করায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি হয়নি।