Ajker Patrika

সম্রাটের জামিন বাতিলে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১৪: ৫২
সম্রাটের জামিন বাতিলে রুল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুল জারি করেন। সেই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। 

গত ২২ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক সম্রাটকে জামিন দেন। অসুস্থতার কারণে তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। এরপর তিনি গত ২৬ আগস্ট মুক্তি পান। ওই জামিনের বিরুদ্ধে গতকাল সোমবার হাইকোর্টে আবেদন করে দুদক। 

এর আগেও বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে গত ১৬ মে হাইকোর্টে আবেদন করেছিল দুদক। এ মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। ওই দিনই আড়াই বছর কারাভোগের পর মুক্তি পেয়েছিলেন সম্রাট। পরে আবার হাইকোর্টের নির্দেশে তাঁকে কারাগারে যেতে হয়। হাইকোর্টের দেওয়া জামিন বাতিলের আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগও বহাল রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত