Ajker Patrika

নারায়ণগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ২২ নেতার আগাম জামিন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ১০
নারায়ণগঞ্জে পুলিশের মামলায় বিএনপির ২২ নেতার আগাম জামিন 

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বিএনপির ২২ নেতা। আজ বুধবার দুপুরে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি আতাবুল্লাহের আদালতে আগাম জামিনের আবেদন করেন। পরে আদালত তাঁদের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়া নেতারা হলেন মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, আতাউর রহমান মুকুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের নেতা মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদসহ ২২ জন। 

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার বলেন, ‘আমরা আদালতে বিএনপির ২২ নেতা-কর্মীর পক্ষে আগাম জামিনের আবেদন করলে আদালত ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন।’

মামলা পরিচালনায় অন্যদের মধ্যে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খান, ব্যারিস্টার মেহেদী হাসান ও অ্যাডভোকেট নুরুল হুদা।

আরও পড়ুন: 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত