Ajker Patrika

ভূমির কুতুবের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৩: ২৩
ভূমির কুতুবের জামিন বাতিল

ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। 

ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে ১০ কাঠার প্লট শ্বশুরসহ কয়েকজন আত্মীয়ের নামে বরাদ্দ করে আত্মসাৎ করার মামলায় গত ১৪ ফেব্রুয়ারি পাঁচ বছরের দণ্ড দেওয়া হয় কুতুব উদ্দিনকে।

দণ্ডের পর ১৬ মার্চ নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে কুতুবের আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। পরে ১৪ জুলাই তাঁকে ছয় মাসের জামিনও দেওয়া হয়। 

এদিকে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০ জুলাই আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। 

আদালতে কুতুব উদ্দিনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত