জিপিটি স্টোর চালুর সময় পেছাল ওপেনএআই
জিপিটি স্টোর চালুর সময় পিছিয়ে দিয়েছে চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআই। এক মেমোর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ২০২৪ সালের আগে এ স্টোর বাজারে ছাড়া হবে না। ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টমানের বরখাস্ত ও পুর্নবহালের এবং কর্মীদের পদত্যাগের হুমকির নাটকীয় ঘটনার জন্য এই বিলম্ব হচ্ছে বলে ধারণা কর