বিলীন জমি জেগে ওঠার আশায় পাড়ে বসবাস
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। নদী গর্ভে বিলীন হয়েছে তীরবর্তী হাজারো মানুষের স্বপ্ন। বসতভিটা, জমি-জিরাত হারিয়ে পথে বসেছে অনেক পরিবার। তার পরও বাসিন্দারা নদীর পাড় ছাড়েন না। নদীতে বিলীন হওয়া জমি চর আকারে আবার ফিরে পাবেন এই আশায় বুক বেঁধে রয়েছেন তাঁরা।