Ajker Patrika

এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৭
এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

রংপুরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর রেজিস্ট্রি কার্যালয়সংলগ্ন ভবনে এই ঘটনা ঘটে।

নিহত রায়হান রংপুর জিলা স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহাম্মদ মাসুদ রানার ছেলে। তার গতকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল।

ভবনের দারোয়ান বাবর আলী বলেন, ‘আমি গেটের ভেতরে ছিলাম, হঠাৎ শব্দ শুনে গেট খুলে দেখি স্যারের ছেলে রাস্তায় পড়ে আছে। পরে বাসার সবাইকে ফোন করে জানাই। কি হইছে, কীভাবে পড়ছে অত কিছু জানি না।’

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, তিনি সকালে বাসার কাছে দাঁড়িয়েছিলেন। একটু এগিয়ে এসে দেখেন একজন পড়ে আছে। এরপর পুলিশ চলে আসে।

রংপুর রেজিস্ট্রি কার্যালয়ের পাশে সমতা ভবনে পরিবার নিয়ে থাকেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের। তাঁর দুই ছেলের মধ্যে রায়হান বড়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ‘আট তলা ভবনের ছাদ থেকে পড়ে সে (রায়হান) আত্মহত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত করে জানা যায়নি।’

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত