Ajker Patrika

৪ আসামির কারাগারে পরীক্ষা

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৭: ২৯
৪ আসামির কারাগারে পরীক্ষা

পীরগঞ্জের বড় করিমপুর কসবা গ্রামের মাঝিপাড়ায় সহিংসতার মামলায় গ্রেপ্তার চার কিশোর আসামি কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাঁদের মধ্যে দুজন গতকাল রোববার পরীক্ষা দিয়েছে। অন্য দুজন আজ সোমবার পরীক্ষায় বসবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কারাগারের ডেপুটি জেলার আব্দুল্লাহ হিল ওয়ারেস। তিনি বলেন, দুজন বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। রোববার তাদের পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। অপর দুই কিশোর মানবিক বিভাগের শিক্ষার্থী। সোমবার তাদের ইতিহাস বিষয়ের পরীক্ষা রয়েছে।

আব্দুল্লাহ হিল ওয়ারেস জানান, এই চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তারা যশোরে কিশোর সংশোধনাগারে ছিল। এসএসসি পরীক্ষার জন্য তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে গত ১৭ অক্টোবর মাঝিপাড়ায় হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত