Ajker Patrika

শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৭: ২২
শব্দদূষণ নিয়ন্ত্রণে ক্যাম্পেইন

‘বন্ধ করুন উচ্চ শব্দ’ স্লোগানে শব্দদূষণ নিয়ন্ত্রণ ক্যাম্পেইন হয়েছে রংপুরে। গতকাল সোমবার সকালে রোটারি ক্লাব অব রংপুর, পায়রাবন্দ’র আয়োজনে স্থানীয় কাচারি বাজার এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।

এ সময় সব ধরনের গণপরিবহন চালককে গোলাপ ফুল, মাস্ক ও লিফলেট দিয়ে অপ্রয়োজনে এবং উচ্চ শব্দে হর্ন না বাজানোর আহ্বান জানানো হয়। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাঁটিয়ে দেওয়া হয় ব্যানার ও ফেস্টুন।

দুপুরে একই কর্মসূচি পালিত হয় নগরীর ব্যস্ততম মেডিকেল মোড় এলাকায়। মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) মহিদুল ইসলাম এই সচেতনতা ক্যাম্পেইনে অংশ নেন। এ সময় তিনি পরিবহন চালকদের উচ্চ শব্দের হর্ন না বাজানোর শপথ করান।

পরিবেশ অধিদপ্তর রংপুরের সহযোগিতায় ক্যাম্পেইনে ক্লাব সভাপতি নাফিসা সুলতানা, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহসভাপতি মহিবুল ইসলাম জিজু, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী প্রমুখ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত