তদন্তের মুখে নামীদামি ১৩৬ প্রতিষ্ঠান
ভ্যাট ফাঁকির সন্দেহে এবার অনুসন্ধানের মুখে দেশি-বিদেশি ১৩৬টি নামীদামি প্রতিষ্ঠান। এ তালিকায় এভারকেয়ার, স্কয়ার, ইউনাইটেডসহ ৩৬ হাসপাতাল; বিমান, এমিরেটস, কাতার, টার্কিশ, ড্রাগন, সৌদি, সিঙ্গাপুর এয়ারসহ ২৫টি দেশি-বিদেশি এয়ারলাইনস কোম্পানির নাম রয়েছে।