Ajker Patrika

বাংলাদেশ-সৌদির মধ্যে সমঝোতা স্মারক সই

বাসস, ঢাকা
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ৪৮
বাংলাদেশ-সৌদির মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব-বিষয়ক সমঝোতা স্মারক সই হয়েছে। রিয়াদে বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক সভা কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের সম্মেলনে গতকাল এ সমঝোতা সই হয়।

সৌদি আরবের বিনিয়োগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান স্মারকে সই করেন।

স্মারক সই শেষে সালমান এফ রহমান বলেন, এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তা ছাড়া, বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মডেলসমূহও উপস্থাপন করেন তিনি।

প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তার আলোকে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। বাংলাদেশ আজ বিদেশি বিনিয়োগের একটি আদর্শ স্থানে পরিণত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত