Ajker Patrika

মার্কেন্টাইল ব্যাংকে নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৯: ২৮
মার্কেন্টাইল ব্যাংকে নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কেন্টাইল ব্যাংকে সম্প্রতি ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তাদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকটির প্রধান কার্যালয়ের ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেছেন বাংলাদেশ ব্যাংকের প্রশিক্ষণ একাডেমি ও মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ের অভিজ্ঞ কর্মকর্তারা।

মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মাহমুদ আলম চৌধুরী প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি অভ্যন্তরীণ বিভিন্ন নিরীক্ষার সময় বিশেষ করে শাখা পরিদর্শনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার নির্দেশ দিয়েছেন প্রশিক্ষণার্থীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমির জেনারেল ম্যানেজার স. ম. সেলিম উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।—বিজ্ঞপ্তি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত