মনে হয় আপনি আমার ওপর ক্রাশ খেয়েছেন, নারী সাংবাদিককে বলসোনারো
ভেরা মাগালেইস নামে ওই নারী সাংবাদিক বলসোনারোকে ব্রাজিলের বর্তমান করোনাভাইরাসের টিকাদানের হারের কথা জিজ্ঞেস করেন। জবাবে বলসোনারো বলেন, ‘আমার মনে হয়, আপনি আমাকে মনে করেই প্রতিরাতে ঘুমাতে যান। আপনি আমার ওপর ক্রাশ খেয়েছেন।’ এরপর বলসোনারো..