নিজস্ব প্রতিবেদক ঢাকা
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) শুক্রবারের অনুষ্ঠিতব্য নির্বাচনী কর্মকাণ্ডের ওপর আবারও স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান এই আদেশ দেন।
এর আগে গত ১৮ আগস্ট ঢাকার চতুর্থ সিনিয়র সহকারী জজ তানিয়া শাম্মী স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২২ আগস্ট আবার শুনানি শেষে স্থিতাবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।
বাচসাসের সদস্য ও দৈনিক আমাদের সময়ের সহসম্পাদক মো. জাহিদ হাসানের অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনী তফসিলের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে ওই আদেশ প্রত্যাহার করায় তিনি আবার জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। ওই আপিলের ওপর প্রাথমিক শুনানি শেষে আবারও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
বাদীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগামী ৪ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। যাদের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার, নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ ও নির্বাচন কমিশনার আবুল হোসেন মজুমদার। আইনজীবী বলেন, স্থিতাবস্থা বজায় রাখার এই নির্দেশের ফলে আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বাচসাসের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী ভোটার তালিকায় অনিয়ম, বিভিন্ন গড়মিল ও সমিতির সদস্য না হওয়া সত্বেও ভোটার তালিকায় নাম থাকা এসব চ্যালেঞ্জ করে নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান জাহিদ হাসান।
গত ২৮ জুলাই তিনজন নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। বাদী জাহিদ হাসান নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা বাতিল চেয়ে গত ১১ আগস্ট এই মামলা দায়ের করেন। সমিতির গঠনতন্ত্রের বাইরে একটি আহ্বায়ক কমিটি গঠন করে অবৈধ পন্থায় এই নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এদিকে বাচসাসের কার্যকরী কমিটি নির্বাচন কমিশন গঠন করে গত ১৪ আগস্ট একটি নির্বাচন সম্পন্ন করেছেন। ওই নির্বাচনে সভাপতি হয়েছেন ফাল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শপথ চৌধুরী।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) শুক্রবারের অনুষ্ঠিতব্য নির্বাচনী কর্মকাণ্ডের ওপর আবারও স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান এই আদেশ দেন।
এর আগে গত ১৮ আগস্ট ঢাকার চতুর্থ সিনিয়র সহকারী জজ তানিয়া শাম্মী স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ২২ আগস্ট আবার শুনানি শেষে স্থিতাবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।
বাচসাসের সদস্য ও দৈনিক আমাদের সময়ের সহসম্পাদক মো. জাহিদ হাসানের অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচনী তফসিলের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে ওই আদেশ প্রত্যাহার করায় তিনি আবার জেলা ও দায়রা জজ আদালতে আপিল করেন। ওই আপিলের ওপর প্রাথমিক শুনানি শেষে আবারও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত।
বাদীর আইনজীবী মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগামী ৪ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন আদালত। যাদের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার, নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ ও নির্বাচন কমিশনার আবুল হোসেন মজুমদার। আইনজীবী বলেন, স্থিতাবস্থা বজায় রাখার এই নির্দেশের ফলে আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনের সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
বাচসাসের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনী ভোটার তালিকায় অনিয়ম, বিভিন্ন গড়মিল ও সমিতির সদস্য না হওয়া সত্বেও ভোটার তালিকায় নাম থাকা এসব চ্যালেঞ্জ করে নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানান জাহিদ হাসান।
গত ২৮ জুলাই তিনজন নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী ইতিমধ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন অনেকেই। বাদী জাহিদ হাসান নির্বাচনের তফসিল ও ভোটার তালিকা বাতিল চেয়ে গত ১১ আগস্ট এই মামলা দায়ের করেন। সমিতির গঠনতন্ত্রের বাইরে একটি আহ্বায়ক কমিটি গঠন করে অবৈধ পন্থায় এই নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়।
এদিকে বাচসাসের কার্যকরী কমিটি নির্বাচন কমিশন গঠন করে গত ১৪ আগস্ট একটি নির্বাচন সম্পন্ন করেছেন। ওই নির্বাচনে সভাপতি হয়েছেন ফাল্গুনী হামিদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন শপথ চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫