যুক্তরাষ্ট্রের একদল সাংবাদিক ও আইনজীবী দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও এর সাবেক পরিচালক মাইক পম্পেওর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মামলা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সাংবাদিক ও আইনজীবীদের দাবি, তারা যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেও বেআইনিভাবে তাঁদের স্মার্টফোন ও ল্যাপটপের গোপনীয় তথ্য নিয়েছেন। এটি স্পষ্ট গুপ্তচরবৃত্তি। এ জন্য তাঁরা মামলা করেছেন।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
মামলায় বলা হয়েছে, বাদীদের মধ্যে রয়েছেন সাংবাদিক চার্লস গ্লাস, জন গোয়েটজ, অ্যাটর্নি মার্গারেট কুনস্টলার ও ডেবোরা হ্রবেক।
বাদীদের প্রতিনিধিত্বকারী প্রধান অ্যাটর্নি রিচার্ড রথ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন নাগরিকদের সরকারের বাড়াবাড়ি থেকে রক্ষা করার অধিকার দিয়েছে। এমনকি যখন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বিদেশি দূতাবাসে কর্মকাণ্ড ঘটে তখনো।’
এদিকে এ মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে সিআইএ। রয়টার্স বলেছে, তাৎক্ষণিকভাবে পম্পেওয়ের মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
রয়টার্স জানিয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে তাঁর প্রত্যর্পণ রোধ করতে লন্ডনের হাইকোর্টে আবেদন করেছেন।
জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপনীয় মার্কিন সামরিক নথি ও কূটনৈতিক বার্তা প্রকাশ করার অভিযোগ রয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগসহ ১৮টি অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁকে খুঁজছে।
যুক্তরাষ্ট্রের একদল সাংবাদিক ও আইনজীবী দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও এর সাবেক পরিচালক মাইক পম্পেওর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে মামলা করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন সাংবাদিক ও আইনজীবীদের দাবি, তারা যখন লন্ডনে ইকুয়েডর দূতাবাসে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন সিআইএর সাবেক পরিচালক মাইক পম্পেও বেআইনিভাবে তাঁদের স্মার্টফোন ও ল্যাপটপের গোপনীয় তথ্য নিয়েছেন। এটি স্পষ্ট গুপ্তচরবৃত্তি। এ জন্য তাঁরা মামলা করেছেন।
স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
মামলায় বলা হয়েছে, বাদীদের মধ্যে রয়েছেন সাংবাদিক চার্লস গ্লাস, জন গোয়েটজ, অ্যাটর্নি মার্গারেট কুনস্টলার ও ডেবোরা হ্রবেক।
বাদীদের প্রতিনিধিত্বকারী প্রধান অ্যাটর্নি রিচার্ড রথ বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান মার্কিন নাগরিকদের সরকারের বাড়াবাড়ি থেকে রক্ষা করার অধিকার দিয়েছে। এমনকি যখন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে বিদেশি দূতাবাসে কর্মকাণ্ড ঘটে তখনো।’
এদিকে এ মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে সিআইএ। রয়টার্স বলেছে, তাৎক্ষণিকভাবে পম্পেওয়ের মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
রয়টার্স জানিয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে চলা আইনি লড়াইয়ে ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে তাঁর প্রত্যর্পণ রোধ করতে লন্ডনের হাইকোর্টে আবেদন করেছেন।
জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গোপনীয় মার্কিন সামরিক নথি ও কূটনৈতিক বার্তা প্রকাশ করার অভিযোগ রয়েছে। গুপ্তচরবৃত্তির অভিযোগসহ ১৮টি অভিযোগে মার্কিন কর্তৃপক্ষ তাঁকে খুঁজছে।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫