রামদা, চাপাতি ইত্যাদি…
রাজনীতির নানা ভেলকিবাজি চলছে দেশে। সরকারি দল, বিরোধী দল সবাই ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান’! লাশ পড়লে আন্দোলন চাঙা হয়ে ওঠে। এখন কে যে কার লাশ ফেলে রাজনীতির মাঠ নিজের নিয়ন্ত্রণে রাখবে, তা নিয়েও হয়তো ভাবছে কেউ কেউ। হরতাল-অবরোধের দিন বুঝি ফিরে এসেছে আবার। আবার বাসে বাসে আগুন দেখা যাচ্ছে।