নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে একটি সরকারি স্কুলের সিলিং থেকে পলেস্তারা খসে পড়েছে। এই ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দেওভোগের লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটে।
স্কুলটির দ্বিতীয় তালার একটি কক্ষের পলেস্তারা খসে পড়ার পর ছাদের ধস ঠেকাতে তিনটি বাঁশ দাঁড় করিয়ে রাখে স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে শিশুদের অভিভাবক স্কুল গেটে এসে ভিড় জমান।
সরেজমিনে দেখা যায়, স্কুল ভবনটি অনেকটাই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দোতলা ভবনটি রং করা হলেও এর সিঁড়ি ও দেয়াল দেখলেই বোঝা যায় এটি ঝুঁকিপূর্ণ।
পলেস্তারা খসে পড়া কক্ষটির দরজা বন্ধ করে রাখা হয়েছে। সিলিং এর ধস ঠেকাতে বাঁশের সাপোর্ট দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে দোতলার সবগুলো কক্ষের পাঠদান কার্যক্রম। কেবল নিচতলায় চলছে স্কুলের পাঠদান। তবে এমন ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠাতে অনাগ্রহ তৈরি হয়েছে অভিভাবকদের।
স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রমা রানী বলেন, ‘আমার পোলায় ক্লাস টুতে পড়ে। এলাকার মানুষের কাছে শুনলাম স্কুল বিল্ডিং ভাইংগা পড়ছে। কানতে কানতে দৌড়ায়া আইসি। আইসা দেখি বিল্ডিং ভাঙে নাই, ছাদের এক অংশ ভাইঙা নিচে পড়ছে। আমি আমার পোলারে আর স্কুলে পাঠামু না। অন্য কোনো স্কুল ভর্তি করায়া দিমু। এই বিল্ডিঙের অবস্থা ভালো না।’
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘স্কুলটি দেওভোগ আখড়ার জায়গার ওপর তৈরি করা হয়েছিল। কোনো সরকারি অনুদানে বানানো হয়নি। এলাকাবাসীর অর্থায়নে এই বিল্ডিং হয়েছে। বর্তমানে স্কুলের জমি নিয়ে মামলা চলায় নতুন ভবন তৈরি করতে পারছে না। দুইবার বরাদ্দ এসেও ফিরে গেছে। সেই কারণে স্কুলের অবস্থা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্কুল জমির মামলা শেষ হলে দ্রুত নতুন ভবনের কাজ শুরু করা সম্ভব হতো।’
এ বিষয়ে নাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘দোতলার ওই রুমটা আগেই ঝুঁকিপূর্ণ ছিল। পাশের দুইটা রুমে ক্লাস চলত। আজকে যেহেতু পলেস্তারা ভেঙে গেছে, তাই দোতলা পুরোটা বন্ধ রেখেছি। স্কুলের সমস্যা সমাধানের জন্য আমি জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও নাসিক মেয়রের সঙ্গে কথা বলব। বিকল্প কোথায় পাঠদান কার্যক্রম চালানো যায় সেই বিষয়ে আমার চেষ্টা চলছে। ‘
নারায়ণগঞ্জ শহরের দেওভোগে একটি সরকারি স্কুলের সিলিং থেকে পলেস্তারা খসে পড়েছে। এই ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে দেওভোগের লক্ষ্মীনারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটে।
স্কুলটির দ্বিতীয় তালার একটি কক্ষের পলেস্তারা খসে পড়ার পর ছাদের ধস ঠেকাতে তিনটি বাঁশ দাঁড় করিয়ে রাখে স্কুল কর্তৃপক্ষ। খবর পেয়ে শিশুদের অভিভাবক স্কুল গেটে এসে ভিড় জমান।
সরেজমিনে দেখা যায়, স্কুল ভবনটি অনেকটাই জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। দোতলা ভবনটি রং করা হলেও এর সিঁড়ি ও দেয়াল দেখলেই বোঝা যায় এটি ঝুঁকিপূর্ণ।
পলেস্তারা খসে পড়া কক্ষটির দরজা বন্ধ করে রাখা হয়েছে। সিলিং এর ধস ঠেকাতে বাঁশের সাপোর্ট দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে দোতলার সবগুলো কক্ষের পাঠদান কার্যক্রম। কেবল নিচতলায় চলছে স্কুলের পাঠদান। তবে এমন ঝুঁকিপূর্ণ ভবনে শিশুদের পাঠাতে অনাগ্রহ তৈরি হয়েছে অভিভাবকদের।
স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক রমা রানী বলেন, ‘আমার পোলায় ক্লাস টুতে পড়ে। এলাকার মানুষের কাছে শুনলাম স্কুল বিল্ডিং ভাইংগা পড়ছে। কানতে কানতে দৌড়ায়া আইসি। আইসা দেখি বিল্ডিং ভাঙে নাই, ছাদের এক অংশ ভাইঙা নিচে পড়ছে। আমি আমার পোলারে আর স্কুলে পাঠামু না। অন্য কোনো স্কুল ভর্তি করায়া দিমু। এই বিল্ডিঙের অবস্থা ভালো না।’
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘স্কুলটি দেওভোগ আখড়ার জায়গার ওপর তৈরি করা হয়েছিল। কোনো সরকারি অনুদানে বানানো হয়নি। এলাকাবাসীর অর্থায়নে এই বিল্ডিং হয়েছে। বর্তমানে স্কুলের জমি নিয়ে মামলা চলায় নতুন ভবন তৈরি করতে পারছে না। দুইবার বরাদ্দ এসেও ফিরে গেছে। সেই কারণে স্কুলের অবস্থা জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। স্কুল জমির মামলা শেষ হলে দ্রুত নতুন ভবনের কাজ শুরু করা সম্ভব হতো।’
এ বিষয়ে নাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির বলেন, ‘দোতলার ওই রুমটা আগেই ঝুঁকিপূর্ণ ছিল। পাশের দুইটা রুমে ক্লাস চলত। আজকে যেহেতু পলেস্তারা ভেঙে গেছে, তাই দোতলা পুরোটা বন্ধ রেখেছি। স্কুলের সমস্যা সমাধানের জন্য আমি জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান ও নাসিক মেয়রের সঙ্গে কথা বলব। বিকল্প কোথায় পাঠদান কার্যক্রম চালানো যায় সেই বিষয়ে আমার চেষ্টা চলছে। ‘
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫