নতুন নীতি প্রয়োগ করেছে বেইজিং স্টক এক্সচেঞ্জ। বাজারে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রধান শেয়ারহোল্ডারদের তারা শেয়ার বিক্রি করতে নিষেধ করেছে। এখন বিক্রি করলে বাজারে শেয়ার ও বন্ডের দাম হ্রাস পাবে- এ আশঙ্কা থেকেই বেইজিং স্টক এক্সচেঞ্জ নতুন নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট তিন বিশেষজ্ঞ।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ খবর জানান হয়েছে। সেখানে বলা হয়, ৫ শতাংশের বেশি শেয়ার থাকা কোম্পানিকেই প্রধান শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করা হয়।
চীনের নিয়মানুযায়ী, এরকম প্রধান শেয়ারহোল্ডারকে তার মালিকানাধীন কোম্পানিতে শেয়ার বিক্রি করার জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে একটি পাবলিক ফাইলিং করতে হবে। তবে এ ধরনের পাবলিক ফাইলিংয়ের ধারণাকে প্রত্যাখ্যান করেছে বেইজিং এক্সচেঞ্জ। বলা হয়েছে, পাবলিক কোম্পানির সুনির্দিষ্ট যে তথ্যগুলো নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষকে দেওয়া হবে না এবং অনুমোদন বিহীন ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে কথাও বলতে পারবে না।
অবশ্য এই নতুন নিয়ম কতদিন বলবৎ থাকবে তা পরিষ্কার করে বলতে পারেননি বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
শেয়ারবাজার এবং চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন এ সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের কোনো জবাব এখনো দেয়নি।
বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচকের ঊর্ধ্বমুখী গতি বজায় রাখতে তথাকথিত উইন্ডো নির্দেশিকা সাহায্য করতে পারে। এই নির্দেশিকায় লিখিত নথি থাকে না। কেবল মৌখিকভাবে তৈরি করা হয় নির্দেশাবলী।
গত সপ্তাহে ২১ শতাংশ বৃদ্ধির পর আজ সোমবার সকালে বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচক বেড়েছে প্রায় ১০ শতাংশ। দীর্ঘ সময় পর বেইজিংয়ের বাজারকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি প্রচেষ্টার ফল হিসেবে এসেছে এই ঊর্ধ্বগতি।
নতুন নীতি প্রয়োগ করেছে বেইজিং স্টক এক্সচেঞ্জ। বাজারে স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রধান শেয়ারহোল্ডারদের তারা শেয়ার বিক্রি করতে নিষেধ করেছে। এখন বিক্রি করলে বাজারে শেয়ার ও বন্ডের দাম হ্রাস পাবে- এ আশঙ্কা থেকেই বেইজিং স্টক এক্সচেঞ্জ নতুন নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্ট তিন বিশেষজ্ঞ।
বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ খবর জানান হয়েছে। সেখানে বলা হয়, ৫ শতাংশের বেশি শেয়ার থাকা কোম্পানিকেই প্রধান শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করা হয়।
চীনের নিয়মানুযায়ী, এরকম প্রধান শেয়ারহোল্ডারকে তার মালিকানাধীন কোম্পানিতে শেয়ার বিক্রি করার জন্য সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জে একটি পাবলিক ফাইলিং করতে হবে। তবে এ ধরনের পাবলিক ফাইলিংয়ের ধারণাকে প্রত্যাখ্যান করেছে বেইজিং এক্সচেঞ্জ। বলা হয়েছে, পাবলিক কোম্পানির সুনির্দিষ্ট যে তথ্যগুলো নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষকে দেওয়া হবে না এবং অনুমোদন বিহীন ব্যক্তিরা গণমাধ্যমের সঙ্গে কথাও বলতে পারবে না।
অবশ্য এই নতুন নিয়ম কতদিন বলবৎ থাকবে তা পরিষ্কার করে বলতে পারেননি বাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
শেয়ারবাজার এবং চীনা সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন এ সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের কোনো জবাব এখনো দেয়নি।
বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচকের ঊর্ধ্বমুখী গতি বজায় রাখতে তথাকথিত উইন্ডো নির্দেশিকা সাহায্য করতে পারে। এই নির্দেশিকায় লিখিত নথি থাকে না। কেবল মৌখিকভাবে তৈরি করা হয় নির্দেশাবলী।
গত সপ্তাহে ২১ শতাংশ বৃদ্ধির পর আজ সোমবার সকালে বেইজিং স্টক এক্সচেঞ্জ ৫০ সূচক বেড়েছে প্রায় ১০ শতাংশ। দীর্ঘ সময় পর বেইজিংয়ের বাজারকে পুনরুজ্জীবিত করার জন্য সরকারি প্রচেষ্টার ফল হিসেবে এসেছে এই ঊর্ধ্বগতি।
২০২৫-২৬ অর্থবছরে পণ্য ও সেবা রপ্তানি থেকে ৬৩.৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্যের রপ্তানি থেকে ৫৫ বিলিয়ন ডলার এবং সেবা খাত থেকে ৮.৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
২২ দিন আগেপাঁচ ধরনের করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্য সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়।
২২ দিন আগেবিশ্ববাজারে চালের মূল্য ধারাবাহিকভাবে নেমে এলেও দেশের খুচরা বাজারে দাম কমছে না। এই অবস্থা নিয়ন্ত্রণে রাখতে বেসরকারিভাবে পাঁচ লাখ টন চাল আমদানির জন্য ২৪২টি প্রতিষ্ঠানকে নির্বাচন করেছে খাদ্য মন্ত্রণালয়।
২২ দিন আগেআজ দেশের মুদ্রাবাজারে প্রধান মুদ্রাগুলোর মধ্যে ডলারের দাম কিছুটা বেড়েছে। ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের পাশাপাশি দাম কমেছে ইউরোরও। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা
২২ দিন আগে