সাজেদা চৌধুরীর মৃত্যুতে ক্ষতি হয়েছে আমার নিজের: সংসদে প্রধানমন্ত্রী
ফুফু বলে ডাকতাম, তিনি ঠিক আমার ফুফুই ছিলেন। দিনের পর দিন যখন সফরে যেতাম, অনেক সময় জ্বর এসে যেত। অসুস্থ হয়ে পড়তাম। মাইক্রোবাসে করে যাচ্ছি, তখনতো গাড়ি তেমন ছিল না। আমাকে তিনি তার কোলে রেখে মাথায় জলপট্টি দিতেন...