ডেঙ্গুর প্রকোপ শিগগির কমার সম্ভাবনা নেই
কীটতত্ত্ববিদরা সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ডেঙ্গুর প্রকোপ কমে আসার আভাস দিলেও এখনো তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখনো প্রতিদিন আড়াই শ থেকে তিন শতাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। তবে আশার কথা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।