Ajker Patrika

রংপুর বিভাগ টানা তৃতীয় দিন মৃত্যুশূন্য

প্রতিনিধি, রংপুর 
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ১৬
রংপুর বিভাগ টানা তৃতীয়  দিন মৃত্যুশূন্য

করোনাভাইরাসে মৃত্যুশূন্য আরও একটি দিন পার করল রংপুর বিভাগ। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে নতুন করে ৫১ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ডা. মোতাহারুল বলেন, গত মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বিভাগে ৮৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ছিল ৬ দশমিক ০১ শতাংশ।

নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে ঠাকুরগাঁওয়ের ১৯, পঞ্চগড়ের ১১, কুড়িগ্রামের সাত, রংপুরের পাঁচ, দিনাজপুরের চার, লালমনিরহাটের দুই, নীলফামারীর দুই ও গাইবান্ধার একজন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ভাইরাসটির আক্রমণে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২১৮ জন। এর মধ্যে দিনাজপুরে ৩২২, রংপুরে ২৯০, ঠাকুরগাঁওয়ে ২৪৬, নীলফামারীতে ৮৭, পঞ্চগড়ে ৭৯, কুড়িগ্রামে ৬৬, লালমনিরহাটে ৬৫ ও গাইবান্ধায় ৬৩ জন মারা গেছেন।

এখন পর্যন্ত বিভাগের আট জেলা মিলিয়ে মোট ২ লাখ ৬৮ হাজার ৬৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৪ হাজার ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নতুন ২৩৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫০ হাজার ৭২৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত