ছেলেকে ক্রিকেটার বানাতে চেয়েছিলেন রুবেল
বাবা মোশাররফ হোসেন রুবেল যে অনন্তকালের পথে পাড়ি জমিয়েছেন, এখনো বুঝে উঠতে পারছেন না ছেলে রুশদান। রুশদানের বুঝে ওঠার আগেই যে বাবা ওকে ছেড়ে ছেলে গেছেন। বাবা সুস্থ হয়ে আবার ফিরে আসবে, সে অপেক্ষায় আছে ছোট্ট রুশদান। নিজের মতো ছেলেকেও ক্রিকেটার বানানোর ইচ্ছে ছিল রুবেলের।