নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘নারায়ণগঞ্জের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে শীতলক্ষ্যাকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। কিন্তু শীতলক্ষ্যাকে আমাদের বাঁচাতেই হবে। নদীর পাড়ে বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে। ঘনবসতিপূর্ণ স্থানে এতগুলো সিমেন্ট কারখানা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে শ্বাসকষ্ট ও চর্মরোগ বেড়ে যাচ্ছে।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে উচ্চ রক্তচাপ, স্থূলতা পরীক্ষা ও শনাক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘সবখানে ক্যানসারের হার বেড়ে যাচ্ছে। এর কারণ খুঁজতে হবে। আমরা যেই পানি পান করছি তা যথেষ্ট বিশুদ্ধ না। নদীর পানি পরিশোধিত করছি কিন্তু সেটাও যথেষ্ট নয়। যেই খাবার খাচ্ছি সেখানে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সবকিছু মিলিয়ে আমরা এক অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি। উন্নয়নের তাগিদে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে জোড় দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনেকগুলো কাজ করেছে।’
মেয়র আইভী বলেন, করোনার পর থেকে অনেকেই স্বাস্থ্য খাতে কাজ করতে চাইছে। কিন্তু প্রতিটি জেলা উপজেলায় হাসপাতাল আধুনিক করা নিয়ে চিন্তা করছে না। কোনো দেশের জনস্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশ পিছিয়ে পড়ে। মানুষের কর্মক্ষমতা কমে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। দেখা যায় শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকে।
মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধানে কাজ করব। যার যার অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে আমরা এগিয়ে যেতে পারব না।’
‘নারায়ণগঞ্জের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে শীতলক্ষ্যাকে বাঁচানো কঠিন হয়ে পড়ছে। কিন্তু শীতলক্ষ্যাকে আমাদের বাঁচাতেই হবে। নদীর পাড়ে বেশ কিছু সিমেন্ট ফ্যাক্টরি আছে। ঘনবসতিপূর্ণ স্থানে এতগুলো সিমেন্ট কারখানা মানুষের জন্য খুবই ক্ষতিকর। এ কারণে শ্বাসকষ্ট ও চর্মরোগ বেড়ে যাচ্ছে।’
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে উচ্চ রক্তচাপ, স্থূলতা পরীক্ষা ও শনাক্তকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
মেয়র বলেন, ‘সবখানে ক্যানসারের হার বেড়ে যাচ্ছে। এর কারণ খুঁজতে হবে। আমরা যেই পানি পান করছি তা যথেষ্ট বিশুদ্ধ না। নদীর পানি পরিশোধিত করছি কিন্তু সেটাও যথেষ্ট নয়। যেই খাবার খাচ্ছি সেখানে প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে। এগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। সবকিছু মিলিয়ে আমরা এক অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছি। উন্নয়নের তাগিদে আমাদের স্বাস্থ্যর ক্ষেত্রে জোড় দিতে হবে। স্বাস্থ্য খাতের উন্নয়নে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন অনেকগুলো কাজ করেছে।’
মেয়র আইভী বলেন, করোনার পর থেকে অনেকেই স্বাস্থ্য খাতে কাজ করতে চাইছে। কিন্তু প্রতিটি জেলা উপজেলায় হাসপাতাল আধুনিক করা নিয়ে চিন্তা করছে না। কোনো দেশের জনস্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে সেই দেশ পিছিয়ে পড়ে। মানুষের কর্মক্ষমতা কমে গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব নয়। দেখা যায় শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের স্বাস্থ্য ভালো থাকে।
মেয়র কাউন্সিলরদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আপনাদের ওয়ার্ডের সমস্যাগুলো আমাদেরকে জানাবেন। আমরা সেই অনুযায়ী সমস্যার সমাধানে কাজ করব। যার যার অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়নে কাজ করতে হবে। কেবলমাত্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে আমরা এগিয়ে যেতে পারব না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে