ঢাকা শহরের গাড়িগুলোর চেহারা গরিব-গরিব: ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই শহরের (ঢাকা) অবস্থা দেখে খারাপ লাগে, লজ্জাও লাগে। বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না। শহরের বাসগুলো ভালো করতে অনেক চেষ্টা করেছি। রং-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে