রান্নায় গরিবের ভরসা লাকড়ির চুলা
রাজধানীর কদমতলী থানার বাসিন্দারা গ্যাস-সংকটে চরম বিপাকে পড়েছেন। দিনের বেশির ভাগ সময় চুলায় গ্যাস না থাকায় রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। এলাকাবাসী জানান, ভোরে গ্যাস চলে যায়, আসে রাত ১১টার দিকে। মাঝেমধ্যে দুপুরে এলেও চাপ থাকে একেবারেই কম, রান্না করা যায় না।