নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে দিনভর বিশেষ নিরাপত্তা টহল চালিয়েছে নৌ-পুলিশ। নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান থামিয়ে তল্লাশিসহ যাত্রী ও নৌযান স্টাফদের জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হচ্ছে তাদের গন্তব্য ও গতিবিধি। সেই সঙ্গে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পাঁচটি রুটে যাতায়াতের সব লঞ্চ বন্ধ রাখা হয়েছে।
পুলিশের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ টহল পরিচালিত হচ্ছে। এই টহল চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর, বন্দর ঘাট, সেন্ট্রাল খেয়াঘাট, নবীগঞ্জ ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে নৌ-পুলিশ। বিশেষ বিশেষ নৌযান লক্ষ্য করেই তাদের এই কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে। ট্রলার, বাল্কহেড, জাহাজ থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে তারা। টহলের কাজে ব্যবহার করছে স্পিড বোট ও ট্রলার।
অন্যদিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পাঁচটি রুটে যাতায়াতের সব লঞ্চ বন্ধ রাখা হয়েছে। প্রায় ৫০টি লঞ্চ কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। এসব রুটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া ও রামচন্দ্রপুর। যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চঘাটে এসে ফিরে গেছে।
লঞ্চের স্টাফ মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো কারণ না জানিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ। আর কেন বন্ধ আছে তা তো আপনারা বোঝেনই। সমাবেশের আগে সবখানেই তো বন্ধ হইসে। এইখানেও ওইটাই হইতাছে। কিন্তু আমাগো সরাসরি কয় না কেউ। পরশু থেকে লঞ্চ চলাচল শুরু হইতে পারে।’
তবে এ বিষয়ে লঞ্চমালিকেরা দাবি করেছেন, যাত্রী না থাকায় লঞ্চ বন্ধ রাখা হয়েছে। যাত্রী পর্যাপ্ত পেলেই লঞ্চ চালু হবে। তবে একসঙ্গে সব রুটের লঞ্চ বন্ধ কেন—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর পরিদর্শক সমর কৃষ্ণ আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে আমরা কোনো নির্দেশনা দেইনি। লঞ্চমালিকেরা কেন তাঁদের নৌযান বন্ধ রেখেছেন, এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’
জানতে চাইলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘আমাদের ওপর লঞ্চ বন্ধের কোনো নির্দেশনা আসেনি। যাত্রী না থাকায় লঞ্চগুলো বন্ধ রাখা আছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘লঞ্চ বন্ধ আছে এমন কোনো তথ্য আমার জানা নেই। নদীতে টহল চলছে, কারণ নদীপথের মাধ্যমে যেন কেউ নাশকতা করতে না পারে। এই বিশেষ টহল আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।’
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে দিনভর বিশেষ নিরাপত্তা টহল চালিয়েছে নৌ-পুলিশ। নদীতে চলাচলরত বিভিন্ন নৌযান থামিয়ে তল্লাশিসহ যাত্রী ও নৌযান স্টাফদের জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হচ্ছে তাদের গন্তব্য ও গতিবিধি। সেই সঙ্গে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পাঁচটি রুটে যাতায়াতের সব লঞ্চ বন্ধ রাখা হয়েছে।
পুলিশের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ টহল পরিচালিত হচ্ছে। এই টহল চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শীতলক্ষ্যা নদীর কাঁচপুর, বন্দর ঘাট, সেন্ট্রাল খেয়াঘাট, নবীগঞ্জ ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে নৌ-পুলিশ। বিশেষ বিশেষ নৌযান লক্ষ্য করেই তাদের এই কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে। ট্রলার, বাল্কহেড, জাহাজ থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে তারা। টহলের কাজে ব্যবহার করছে স্পিড বোট ও ট্রলার।
অন্যদিকে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে পাঁচটি রুটে যাতায়াতের সব লঞ্চ বন্ধ রাখা হয়েছে। প্রায় ৫০টি লঞ্চ কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়। এসব রুটের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, চাঁদপুর, মতলব, নড়িয়া ও রামচন্দ্রপুর। যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য লঞ্চঘাটে এসে ফিরে গেছে।
লঞ্চের স্টাফ মিলন আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো কারণ না জানিয়েই বন্ধ করে দেওয়া হয়েছে লঞ্চ। আর কেন বন্ধ আছে তা তো আপনারা বোঝেনই। সমাবেশের আগে সবখানেই তো বন্ধ হইসে। এইখানেও ওইটাই হইতাছে। কিন্তু আমাগো সরাসরি কয় না কেউ। পরশু থেকে লঞ্চ চলাচল শুরু হইতে পারে।’
তবে এ বিষয়ে লঞ্চমালিকেরা দাবি করেছেন, যাত্রী না থাকায় লঞ্চ বন্ধ রাখা হয়েছে। যাত্রী পর্যাপ্ত পেলেই লঞ্চ চালু হবে। তবে একসঙ্গে সব রুটের লঞ্চ বন্ধ কেন—এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর পরিদর্শক সমর কৃষ্ণ আজকের পত্রিকাকে বলেন, ‘নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল বন্ধের বিষয়ে আমরা কোনো নির্দেশনা দেইনি। লঞ্চমালিকেরা কেন তাঁদের নৌযান বন্ধ রেখেছেন, এটা তাঁরাই ভালো বলতে পারবেন।’
জানতে চাইলে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল বলেন, ‘আমাদের ওপর লঞ্চ বন্ধের কোনো নির্দেশনা আসেনি। যাত্রী না থাকায় লঞ্চগুলো বন্ধ রাখা আছে।’
এ বিষয়ে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের পুলিশ সুপার মীনা মাহমুদা আজকের পত্রিকাকে বলেন, ‘লঞ্চ বন্ধ আছে এমন কোনো তথ্য আমার জানা নেই। নদীতে টহল চলছে, কারণ নদীপথের মাধ্যমে যেন কেউ নাশকতা করতে না পারে। এই বিশেষ টহল আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫