‘বিএনপি লাঠির সঙ্গে পতাকা বেঁধে রাস্তায় নামলে খবর আছে’
কোমরভাঙা, হাঁটুভাঙা বিএনপি লাঠির ওপর ভর করেছে। লাঠির দিন চলে গিয়েছিল, বিএনপি আবার তা ফিরিয়ে এনেছে। লাঠি নিয়ে রাজপথে যত আস্ফালন হোক, আমরা এর জবাব দিব। সামনের দিনে পতাকার সঙ্গে লাঠি নিয়ে নামলে খবর আছে। পরিষ্কার বলে দিতে চাই, সামনে খবর আছে। লাঠি নিয়ে খেলা চলবে না। আগুন নিয়ে খেলা, অগ্নি সন্ত্রাস চলবে না