টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি রোজা রাখছেন। প্রতিবছর আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে বিজোড় তারিখ গুলোয় রোজা রাখেন তিনি। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্য সাতটি রোজা রেখে ৩১ আগস্ট এলাকার দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ইফতার করেন তিনি।
তাঁর নাম মো. আব্দুল আলীম মোল্লা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আব্দুল আলীম টঙ্গী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় টঙ্গীর মুদাফা গ্রামের বিশ বছর বয়সী যুবকের বয়স আজ ৬৭ বছর। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা আজও কাঁদায় তাকে। এ ছাড়া বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই প্রতিবছর ৩ নভেম্বর, শহীদ আহসানউল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ মে, ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বরও রোজা রাখেন তিনি।
১৯৫৪ সালে গাজীপুর জেলার টঙ্গীর মুদাফা এলাকায় আব্দুল আলীম মোল্লার জন্ম। তাঁর বাবা মো. আরব আলী মোল্লা ও মা কমলা বেগম। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক। ১৯৬৯ সালের সেপ্টেম্বরে টঙ্গীর মুদাফা ও ভাদাম এলাকায় বন্যাকবলিত মানুষকে সাহায্য করতে আসা বঙ্গবন্ধুকে একনজর দেখতে ওই এলাকার সব শ্রেণি পেশার মানুষ জড়ো হন। সেদিন বঙ্গবন্ধুকে দেখতে যান কিশোর আবদুল আলীম মোল্লা। এ সময় বঙ্গবন্ধু তাঁর গালে হাত ও মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। বঙ্গবন্ধুর সেই স্নেহের কথা মাথায় রেখেই তাঁর আদর্শ জনমানুষের কাছে ছড়িয়ে দিতে আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল আলীম। সরাসরি বঙ্গবন্ধুর স্নেহ পাওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা–ভালোবাসার জন্ম।
রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রথম টঙ্গী পৌরসভার মডেল নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে। আব্দুল আলীম মোল্লা তৎকালীন টঙ্গী থানা যুবলীগের সদস্য থাকা অবস্থায় বিপুল ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। পরে ২০০৬ সালে পৌর নির্বাচনে ফের কমিশনার হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে দেশের বৃহত্তর সিটি করপোরেশন ৫২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
টঙ্গী কৃষক লীগের সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আব্দুল আলীম আমার বন্ধু। প্রায় ৪৬ বছর যাবৎ রোজা রাখেন। নিজ ওয়ার্ডের মসজিদে দোয়া ও খাবার বিতরণ করেন। আগস্ট মাস জুড়ে চুল, নখ ও দাড়ি কাটেন না তিনি। বঙ্গবন্ধুকে ঘিরে নানা আয়োজনে আলীম নিজেকে ব্যস্ত রাখেন।’
আব্দুল আলীম মোল্লা বলেন, ‘বাঙালি জাতির এগারো মাস আনন্দের এক মাস শোকের।। বায়ান্নর ভাষা আন্দোলন, যারা স্বাধীনতাকে মানতে পারেননি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। রোজার বিষয়টি আমি পারিবারিকভাবে পেয়েছি। বঙ্গবন্ধু জেলে থাকাকালীন আমার পরিবারের লোকজন রোজা রাখতেন। বঙ্গবন্ধুর জন্য আমারতো তেমন কিছু করার নেই। তাই বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে আমি প্রতিবছর রোজা রেখে তাঁর মাগফিরাত কামনা করি। আমার মৃত্যুর আগ পর্যন্ত এ কর্মসূচি পালন করে যাব।’
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসা থেকেই ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি রোজা রাখছেন। প্রতিবছর আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকে বিজোড় তারিখ গুলোয় রোজা রাখেন তিনি। প্রতি বছর বঙ্গবন্ধুর জন্য সাতটি রোজা রেখে ৩১ আগস্ট এলাকার দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও ইফতার করেন তিনি।
তাঁর নাম মো. আব্দুল আলীম মোল্লা। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আব্দুল আলীম টঙ্গী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় টঙ্গীর মুদাফা গ্রামের বিশ বছর বয়সী যুবকের বয়স আজ ৬৭ বছর। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনা আজও কাঁদায় তাকে। এ ছাড়া বঙ্গবন্ধুর সঙ্গে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই প্রতিবছর ৩ নভেম্বর, শহীদ আহসানউল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ মে, ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বরও রোজা রাখেন তিনি।
১৯৫৪ সালে গাজীপুর জেলার টঙ্গীর মুদাফা এলাকায় আব্দুল আলীম মোল্লার জন্ম। তাঁর বাবা মো. আরব আলী মোল্লা ও মা কমলা বেগম। তিনি দুই ছেলে এক মেয়ে সন্তানের জনক। ১৯৬৯ সালের সেপ্টেম্বরে টঙ্গীর মুদাফা ও ভাদাম এলাকায় বন্যাকবলিত মানুষকে সাহায্য করতে আসা বঙ্গবন্ধুকে একনজর দেখতে ওই এলাকার সব শ্রেণি পেশার মানুষ জড়ো হন। সেদিন বঙ্গবন্ধুকে দেখতে যান কিশোর আবদুল আলীম মোল্লা। এ সময় বঙ্গবন্ধু তাঁর গালে হাত ও মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। বঙ্গবন্ধুর সেই স্নেহের কথা মাথায় রেখেই তাঁর আদর্শ জনমানুষের কাছে ছড়িয়ে দিতে আজও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আব্দুল আলীম। সরাসরি বঙ্গবন্ধুর স্নেহ পাওয়ার পর থেকেই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা–ভালোবাসার জন্ম।
রাজনৈতিক জীবনে বাংলাদেশের প্রথম টঙ্গী পৌরসভার মডেল নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে। আব্দুল আলীম মোল্লা তৎকালীন টঙ্গী থানা যুবলীগের সদস্য থাকা অবস্থায় বিপুল ভোটে ওয়ার্ড কমিশনার নির্বাচিত হন। পরে ২০০৬ সালে পৌর নির্বাচনে ফের কমিশনার হিসেবে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালে দেশের বৃহত্তর সিটি করপোরেশন ৫২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
টঙ্গী কৃষক লীগের সভাপতি মোসলেম উদ্দিন বলেন, ‘আব্দুল আলীম আমার বন্ধু। প্রায় ৪৬ বছর যাবৎ রোজা রাখেন। নিজ ওয়ার্ডের মসজিদে দোয়া ও খাবার বিতরণ করেন। আগস্ট মাস জুড়ে চুল, নখ ও দাড়ি কাটেন না তিনি। বঙ্গবন্ধুকে ঘিরে নানা আয়োজনে আলীম নিজেকে ব্যস্ত রাখেন।’
আব্দুল আলীম মোল্লা বলেন, ‘বাঙালি জাতির এগারো মাস আনন্দের এক মাস শোকের।। বায়ান্নর ভাষা আন্দোলন, যারা স্বাধীনতাকে মানতে পারেননি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। রোজার বিষয়টি আমি পারিবারিকভাবে পেয়েছি। বঙ্গবন্ধু জেলে থাকাকালীন আমার পরিবারের লোকজন রোজা রাখতেন। বঙ্গবন্ধুর জন্য আমারতো তেমন কিছু করার নেই। তাই বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে আমি প্রতিবছর রোজা রেখে তাঁর মাগফিরাত কামনা করি। আমার মৃত্যুর আগ পর্যন্ত এ কর্মসূচি পালন করে যাব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫