নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গ্রামাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নত হলেও এখনো অনেক চিকিৎসক গ্রামে যেতে চান না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ কম মূল্যে যাতে বিশেষজ্ঞের চিকিৎসা নিতে পারে, সেই উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য গরিব মানুষ যাতে অল্প মূল্যে উন্নত চিকিৎসা পায়, সেদিকে নজর দিতে হবে সবার।’
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা-উপজেলা পর্যায়ে সবকিছু থাকলেও অনেক চিকিৎসক যেতে চান না, তাঁদের যেতে হবে। ১০০ শয্যার হাসপাতাল এখন ২৫০-এ উন্নীত হয়েছে। সমস্যা হলে যাতে ঢাকায় আসতে না হয়, সেজন্য উপজেলা স্তরে স্বাস্থ্যসেবার মান আরও যুগোপযোগী করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে, কিন্তু এখনো স্বাস্থ্য খাতে গবেষণা অপ্রতুল। শুধু চিকিৎসা দিলে হবে না, চিকিৎসকদের গবেষণা করাটা জরুরি। গবেষণা ছাড়া কোনো উৎকর্ষ সাধন করা যায় না। কাজেই এই দিকটায় অত্যন্ত গুরুত্বসহকারে নজর দিতে হবে। রোগীরা যেন বৈষম্যের শিকার না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু একটি সংবিধান দিয়েছিলেন, যেখানে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বলা হয়েছে। গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, সেই উদ্যোগ নেন তিনি। ১৯৭২ সালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেন, কিন্তু দুঃখের বিষয়, সেটি বাস্তবায়ন করে যেতে পারেননি জাতির পিতা। ফলে মানুষের যে সেবাটা পাওয়ার দরকার ছিল, সেটি তারা পায়নি। ’৯৬ সালে ক্ষমতায় এলে পিজি হাসপাতালকে নতুন করে প্রতিষ্ঠা করি, যেটা করতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। বিএনপি-জামায়াত সেটাকে মুছে ফেলার চেষ্টা করেছে। একদিকে বিরোধিতা করেছে, অন্যদিকে চিকিৎসাসেবা নিশ্চিত না করে তিন গুণ ডাক্তার নিয়োগ দিয়েছিল। ব্যবসা-বাণিজ্য করত এমন লোকদের এখানে চাকরি দিয়েছিল, এভাবে তারা অরাজকতার চেষ্টা করে। দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ববোধ কখনোই ছিল না। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির আখড়া হিসেবে এটাকে গড়ে তুলেছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। ১১ হাজার ক্লিনিক নির্মাণ করে ৪ হাজার চালু করি ৷ দুঃখের বিষয়, বিএনপি-জামায়াত সেগুলো ২০০১ সালের পর বন্ধ করে দেয়। ২০০৮ সালে যখন ক্ষমতায় এসে পুনরায় এগুলো চালুসহ আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম। বার্ন, কিডনি, নিউরো, নাক-কান-গলাসহ অনেক প্রতিষ্ঠানের কাজ শুরু করেছিলাম, সেগুলো তারা বন্ধ করে দেয়। তবে সবগুলো পারেনি। পরে একে একে সবগুলো খুলেছি আমরা। ফলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। মা ও শিশুর মৃত্যু কমেছে। তবে শুধু এগুলো হলে হবে না, পুষ্টিতে এগোতে হবে।
প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে। বেসরকারি হাসপাতাল যাতে গড়ে ওঠে, তাদের উৎসাহ দিয়েছিলাম। শুল্কমুক্ত সুবিধা যাতে পায়, সেজন্য মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য সুবিধা দিয়েছি, যার ফলে আমাদের বেসরকারি স্বাস্থ্যসেবার মান বেড়েছে। শুধু সরকারিভাবে করলে হবে না, বেসরকারি খাতকেও এগিয়ে নিতে হবে। চিকিৎসা পাওয়ার ফলে মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে।
গত ১৪ বছরে ১৮ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স নিয়োগ হয়েছে। নার্সিং পেশায় যাতে আসে, সেজন্য তাদের শিক্ষা সহজ করা হয়েছে। তারা যাতে পিএইচডি করতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে থাকবে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ। জরুরি বিভাগে থাকবে ১০০ শয্যা, ভিভিআইপি কেবিন ছয়টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিল্যাক্স শয্যা থাকবে ২৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে থাকবে আটটি করে শয্যা। হাসপাতালটিতে থাকবে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সেন্টারভিত্তিক এই হাসপাতালে অনেক অসংক্রামক জটিল রোগের চিকিৎসা মিলবে। প্রতিদিন এখানে ৩ হাজার রোগীর চিকিৎসা হবে। আধুনিক সব চিকিৎসাই পাওয়া যাবে এখানে। এতে করে আমাদের যে সাবর্জনীন চিকিৎসার লক্ষ্যমাত্রা, সেটি অর্জনে অনেকটা এগোবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
গ্রামাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নত হলেও এখনো অনেক চিকিৎসক গ্রামে যেতে চান না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ কম মূল্যে যাতে বিশেষজ্ঞের চিকিৎসা নিতে পারে, সেই উদ্যোগ নিয়েছে সরকার। সেজন্য গরিব মানুষ যাতে অল্প মূল্যে উন্নত চিকিৎসা পায়, সেদিকে নজর দিতে হবে সবার।’
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা-উপজেলা পর্যায়ে সবকিছু থাকলেও অনেক চিকিৎসক যেতে চান না, তাঁদের যেতে হবে। ১০০ শয্যার হাসপাতাল এখন ২৫০-এ উন্নীত হয়েছে। সমস্যা হলে যাতে ঢাকায় আসতে না হয়, সেজন্য উপজেলা স্তরে স্বাস্থ্যসেবার মান আরও যুগোপযোগী করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের স্বাস্থ্যসেবা অনেক এগিয়েছে, কিন্তু এখনো স্বাস্থ্য খাতে গবেষণা অপ্রতুল। শুধু চিকিৎসা দিলে হবে না, চিকিৎসকদের গবেষণা করাটা জরুরি। গবেষণা ছাড়া কোনো উৎকর্ষ সাধন করা যায় না। কাজেই এই দিকটায় অত্যন্ত গুরুত্বসহকারে নজর দিতে হবে। রোগীরা যেন বৈষম্যের শিকার না হয়। তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধু একটি সংবিধান দিয়েছিলেন, যেখানে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা বলা হয়েছে। গ্রামের মানুষ যাতে চিকিৎসা পায়, সেই উদ্যোগ নেন তিনি। ১৯৭২ সালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ার উদ্যোগ নেন, কিন্তু দুঃখের বিষয়, সেটি বাস্তবায়ন করে যেতে পারেননি জাতির পিতা। ফলে মানুষের যে সেবাটা পাওয়ার দরকার ছিল, সেটি তারা পায়নি। ’৯৬ সালে ক্ষমতায় এলে পিজি হাসপাতালকে নতুন করে প্রতিষ্ঠা করি, যেটা করতে গিয়ে অনেক বাধার মুখে পড়তে হয়েছে। বিএনপি-জামায়াত সেটাকে মুছে ফেলার চেষ্টা করেছে। একদিকে বিরোধিতা করেছে, অন্যদিকে চিকিৎসাসেবা নিশ্চিত না করে তিন গুণ ডাক্তার নিয়োগ দিয়েছিল। ব্যবসা-বাণিজ্য করত এমন লোকদের এখানে চাকরি দিয়েছিল, এভাবে তারা অরাজকতার চেষ্টা করে। দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ববোধ কখনোই ছিল না। অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির আখড়া হিসেবে এটাকে গড়ে তুলেছিল। এমনকি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করতে চেয়েছিল।’
প্রধানমন্ত্রী বলেন, প্রতি ৬ হাজার মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলাম। ১১ হাজার ক্লিনিক নির্মাণ করে ৪ হাজার চালু করি ৷ দুঃখের বিষয়, বিএনপি-জামায়াত সেগুলো ২০০১ সালের পর বন্ধ করে দেয়। ২০০৮ সালে যখন ক্ষমতায় এসে পুনরায় এগুলো চালুসহ আরও বেশ কিছু উদ্যোগ নিয়েছিলাম। বার্ন, কিডনি, নিউরো, নাক-কান-গলাসহ অনেক প্রতিষ্ঠানের কাজ শুরু করেছিলাম, সেগুলো তারা বন্ধ করে দেয়। তবে সবগুলো পারেনি। পরে একে একে সবগুলো খুলেছি আমরা। ফলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। মা ও শিশুর মৃত্যু কমেছে। তবে শুধু এগুলো হলে হবে না, পুষ্টিতে এগোতে হবে।
প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব মেডিকেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে গবেষণা হবে। বেসরকারি হাসপাতাল যাতে গড়ে ওঠে, তাদের উৎসাহ দিয়েছিলাম। শুল্কমুক্ত সুবিধা যাতে পায়, সেজন্য মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য সুবিধা দিয়েছি, যার ফলে আমাদের বেসরকারি স্বাস্থ্যসেবার মান বেড়েছে। শুধু সরকারিভাবে করলে হবে না, বেসরকারি খাতকেও এগিয়ে নিতে হবে। চিকিৎসা পাওয়ার ফলে মানুষের গড় আয়ু ৭৩ বছর হয়েছে।
গত ১৪ বছরে ১৮ হাজার চিকিৎসক, ২০ হাজার নার্স নিয়োগ হয়েছে। নার্সিং পেশায় যাতে আসে, সেজন্য তাদের শিক্ষা সহজ করা হয়েছে। তারা যাতে পিএইচডি করতে পারে, সেই ব্যবস্থা নিতে হবে।
অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ১৩ তলাবিশিষ্ট হাসপাতালটির রয়েছে দ্বিতল বেজমেন্ট। ৭৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন বিভাগে থাকবে ১৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, ১০০ শয্যার আইসিইউ। জরুরি বিভাগে থাকবে ১০০ শয্যা, ভিভিআইপি কেবিন ছয়টি, ভিআইপি কেবিন ২২টি এবং ডিল্যাক্স শয্যা থাকবে ২৫টি। সেন্টারভিত্তিক প্রতিটি ওয়ার্ডে থাকবে আটটি করে শয্যা। হাসপাতালটিতে থাকবে এক্স-রে, এমআরআই, সিটি স্ক্যানসহ অত্যাধুনিক সব ডায়াগনস্টিক সুবিধা। ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সঞ্চয় হবে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সেন্টারভিত্তিক এই হাসপাতালে অনেক অসংক্রামক জটিল রোগের চিকিৎসা মিলবে। প্রতিদিন এখানে ৩ হাজার রোগীর চিকিৎসা হবে। আধুনিক সব চিকিৎসাই পাওয়া যাবে এখানে। এতে করে আমাদের যে সাবর্জনীন চিকিৎসার লক্ষ্যমাত্রা, সেটি অর্জনে অনেকটা এগোবে।’
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।
২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ প্রায় ১৯০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২,২৪০ কোটি টাকা) ব্যয় করে ১৬০ টিরও বেশি নজরদারি প্রযুক্তি এবং স্পাইওয়্যার আমদানি ও ব্যবহার করেছে। এসব প্রযুক্তি প্রায়শই অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়া এবং তৃতীয় দেশের মধ্যস্থতায় আনা হয়েছে।
১২ আগস্ট ২০২৫জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে সরকার। এই কমিশনের মেয়াদ আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে গতকাল সোমবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ছ
১২ আগস্ট ২০২৫রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র মোবাইল অপারেটর টেলিটক এখন ‘গলার কাঁটা’ পর্যায়ে চলে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
১২ আগস্ট ২০২৫বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার জন্য পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে পুত্রজায়ায় এই চুক্তিগুলো স্বাক্ষরি
১২ আগস্ট ২০২৫