ঝিনাইদহের কৃষক কি পানি পাবেন
আজকের পত্রিকায় ৬ এপ্রিল শিরোনাম হয়েছে, ‘পানি উঠছে না শত শত নলকূপে’। প্রতিবেদনটি জানায়, ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় শত শত নলকূপে পানি উঠছে না ঝিনাইদহে। ভূগর্ভস্থ পানি ব্যবহারে কোনো নিয়ম মানা হচ্ছে না; বিশেষ করে বোরো মৌসুমে ধানের জমিতে সেচকাজের জন্য পানি তোলায় পানির স্তর নিচে নেমে চাপ পড়ছে অগভীর