Ajker Patrika

খালিশপুর মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী

ঝিনাইদহ প্রতিনিধি
খালিশপুর মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পুনর্মিলনী

আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে ঝিনাইদহে খালিশপুর বহুমুখী মাধ্যমিক স্কুলের এসএসসি ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৩ এপ্রিল স্কুলমাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে স্কুলের মাঠে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। পরে টি শার্ট ও ক্যাপ পরে ‘বন্ধনে ২৯ বছর’ স্লোগানে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। 

এ সময় দীর্ঘদিন পর সতীর্থদের সঙ্গে মিলিত হয়ে নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। পরে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

এ সময় স্কুলের প্রাক্তন শিক্ষার্থী–শহিদুল বিপুল, রাজু, সেকেন্দার, স্বপন, শাহিন, ডনা, কুইন, তাসলিমা, শিউলি, মোমিন, অসিম, তারিকিন, সাজ্জাদ, সার্জেন্ট তরিকুল, নাহিদ, মফিজুর, সফিকুল, আনারুল, রানা, রশিদ, রাজিব, মুস্তাক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. হারুন অর রশিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত