ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতেই পারলেন না কোহলিরা
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই। সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।