লর্ডস টেস্টে দুর্দান্ত এক জয়ে ইতিহাস গড়েছে ভারত। জমে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারায় বিরাট কোহলির দল। সিরিজে কোহলি নিজে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি। এখানকার উইকেটও ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের উইকেট নিয়ে বিপদে থাকার কথা স্বীকার করেছেন কোহলি নিজেও। বলেছেন, এই উইকেটে ইগোকে (অহংকার) পকেটে রেখে ব্যাট করতে হয়।
ইংল্যান্ড সিরিজে শেষ তিন ইনিংসে কোহলি করেছেন ৬২ রান। নিজের নামের পাশে বেমানানই বটে। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন জানতে চাইলে ভারত অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে কখনোই বলতে পারবেন না আপনি সেট হয়ে গেছেন। এখানে আপনার অহংকারকে পকেটে রেখে দিতে হবে। এখানকার কন্ডিশন অন্য জায়গার মতো না, যেখানে আপনি ৩০-৪০ করার পর শট খেলা শুরু করতে পারেন। প্রথম ৩০ রানের জন্য আপনি যেভাবে ব্যাট করেছেন, সেভাবেই ব্যাট করে যেতে হবে। আর এই কাজটা বারবার করে যেতে হবে। ইংল্যান্ডে শৃঙ্খলা ও ধৈর্য খুবই জরুরি।’
নিজে ভালো করতে না পারলেও লর্ডসে টেস্ট জয়ের পর এখন দারুণ ফুরফুরে কোহলি ও তাঁর দল। তবে তৃতীয় টেস্টের আগে সতর্ক কোহলি ইতিহাস নিয়ে না ভেবে বর্তমানকে গুরুত্ব দিতে চান, ‘ইতিহাস গড়া নিয়ে আমি খুব বেশি ভাবিত না। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে আমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছি সেটা।’
এ সময় তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের পদ্ধতিটা কেমন তা আমরা জানি, সেভাবেই নিজেদের প্রস্তুতি নেই। ইতিহাস কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনি কোথাও জিতলে, সেখানে যে আপনি বারবার জিতবেন তা কিন্তু না। এ সব বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা সামনে যা আছে, তা নিয়ে ভাবছি।’
লর্ডস টেস্টে দুর্দান্ত এক জয়ে ইতিহাস গড়েছে ভারত। জমে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারায় বিরাট কোহলির দল। সিরিজে কোহলি নিজে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি। এখানকার উইকেটও ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের উইকেট নিয়ে বিপদে থাকার কথা স্বীকার করেছেন কোহলি নিজেও। বলেছেন, এই উইকেটে ইগোকে (অহংকার) পকেটে রেখে ব্যাট করতে হয়।
ইংল্যান্ড সিরিজে শেষ তিন ইনিংসে কোহলি করেছেন ৬২ রান। নিজের নামের পাশে বেমানানই বটে। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন জানতে চাইলে ভারত অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে কখনোই বলতে পারবেন না আপনি সেট হয়ে গেছেন। এখানে আপনার অহংকারকে পকেটে রেখে দিতে হবে। এখানকার কন্ডিশন অন্য জায়গার মতো না, যেখানে আপনি ৩০-৪০ করার পর শট খেলা শুরু করতে পারেন। প্রথম ৩০ রানের জন্য আপনি যেভাবে ব্যাট করেছেন, সেভাবেই ব্যাট করে যেতে হবে। আর এই কাজটা বারবার করে যেতে হবে। ইংল্যান্ডে শৃঙ্খলা ও ধৈর্য খুবই জরুরি।’
নিজে ভালো করতে না পারলেও লর্ডসে টেস্ট জয়ের পর এখন দারুণ ফুরফুরে কোহলি ও তাঁর দল। তবে তৃতীয় টেস্টের আগে সতর্ক কোহলি ইতিহাস নিয়ে না ভেবে বর্তমানকে গুরুত্ব দিতে চান, ‘ইতিহাস গড়া নিয়ে আমি খুব বেশি ভাবিত না। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে আমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছি সেটা।’
এ সময় তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের পদ্ধতিটা কেমন তা আমরা জানি, সেভাবেই নিজেদের প্রস্তুতি নেই। ইতিহাস কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনি কোথাও জিতলে, সেখানে যে আপনি বারবার জিতবেন তা কিন্তু না। এ সব বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা সামনে যা আছে, তা নিয়ে ভাবছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫