বারবার ফিল্ডারদের সামনে বিরাট কোহলির ক্যাচ পড়ছিল। যে একবার মঈন আলীর বলে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভারটনের হাতে ক্যাচ গেল, সেবারই ধরা খেলেন কোহলি। ব্যর্থতার দায় মোচনে নিজেই নিজের ওপর রাগ ঝেড়েছেন ভারতীয় অধিনায়ক। ড্রেসিংরুমে ফিরে ক্ষোভের বসে ড্রেসিংরুমের দরজায় ঘুষি মেরেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ৫ উইকেটে ৩১২। হাতে বাকি ৫ উইকেট নিয়ে দলের লিড ২১৩। বেশ সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। ১৫০ বলে ৪৪ রান করে কোহলিও উইকেটে থিতু হয়েছেন। ঠিক তখনই মঈন আলী বোলিংয়ে এসে উইকেটের ক্ষত জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন। তবে বিরাট কোহলি বিভ্রান্ত হলেন অফ স্টাম্প লাইনের সোজা বলেই। সামনের পায়ে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ওভারটনের হাতে ক্যাচ দিলেন।
যেন নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন কোহলি! ৪৪ রানে ক্যাচ দিয়েই রাজ্যের হতাশা ভর করেছিল তাঁর চোখে-মুখে। তবু কোনোভাবে নিজেকে সামলে ড্রেসিংরুম পর্যন্ত এসেছিলেন। তবে এবার আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ভারতীয় অধিনায়ক। ব্যাটিং গ্লাভস হাত থেকে খোলার আগেই ঘুষি মারলেন ড্রেসিংরুমের দরজায়।
কোহলি বড় ইনিংস খেলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তাঁর দল ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মার সেঞ্চুরি আর চেতেশ্বর পূজারা ও শার্দুল ঠাকুরের ফিফটিতে ভারতের ইনিংস থেমেছে ৪৬৬ রানে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোহলির দল।
বারবার ফিল্ডারদের সামনে বিরাট কোহলির ক্যাচ পড়ছিল। যে একবার মঈন আলীর বলে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভারটনের হাতে ক্যাচ গেল, সেবারই ধরা খেলেন কোহলি। ব্যর্থতার দায় মোচনে নিজেই নিজের ওপর রাগ ঝেড়েছেন ভারতীয় অধিনায়ক। ড্রেসিংরুমে ফিরে ক্ষোভের বসে ড্রেসিংরুমের দরজায় ঘুষি মেরেছেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ৫ উইকেটে ৩১২। হাতে বাকি ৫ উইকেট নিয়ে দলের লিড ২১৩। বেশ সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। ১৫০ বলে ৪৪ রান করে কোহলিও উইকেটে থিতু হয়েছেন। ঠিক তখনই মঈন আলী বোলিংয়ে এসে উইকেটের ক্ষত জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন। তবে বিরাট কোহলি বিভ্রান্ত হলেন অফ স্টাম্প লাইনের সোজা বলেই। সামনের পায়ে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ওভারটনের হাতে ক্যাচ দিলেন।
যেন নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন কোহলি! ৪৪ রানে ক্যাচ দিয়েই রাজ্যের হতাশা ভর করেছিল তাঁর চোখে-মুখে। তবু কোনোভাবে নিজেকে সামলে ড্রেসিংরুম পর্যন্ত এসেছিলেন। তবে এবার আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ভারতীয় অধিনায়ক। ব্যাটিং গ্লাভস হাত থেকে খোলার আগেই ঘুষি মারলেন ড্রেসিংরুমের দরজায়।
কোহলি বড় ইনিংস খেলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তাঁর দল ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মার সেঞ্চুরি আর চেতেশ্বর পূজারা ও শার্দুল ঠাকুরের ফিফটিতে ভারতের ইনিংস থেমেছে ৪৬৬ রানে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোহলির দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫