ক্ষমতা ছাড়া শান্তি আনা সম্ভব নয়: মোদি
ভাষণে মোদি সৈন্যদের তাঁর ‘পরিবার’ হিসেবে উল্লেখ করে তিনি জানান, তিনি সৈনিকদের ছাড়া ঠিকভাবে দীপাবলি উদ্যাপন করতে পারেন না। এ সময় মোদি সেনাদের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কারগিলে এমন কোনো যুদ্ধ হয়নি যেখানে ভারত জেতেনি...