যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অস্থায়ী তাঁবুর আশ্রয়কেন্দ্র বানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিরোধী রিপাবলিকান শাসিত টেক্সাস ও অন্যান্য শহর থেকে পাঠানো মানুষের জন্য জরুরি ভিত্তিতে এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী মাসের শুরুতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, র্যান্ডাল’স আইল্যান্ডের এই আশ্রয়শিবিরে সাময়িকভাবে ৫০০ পুরুষ থাকতে পারবেন। এরই মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোন কলের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক তো সংকটকালে মানবিক সহায়তার রোল মডেল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই ভেনেজুয়েলা থেকে এসেছেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে। বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকারকর্মীরা।
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অস্থায়ী তাঁবুর আশ্রয়কেন্দ্র বানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিরোধী রিপাবলিকান শাসিত টেক্সাস ও অন্যান্য শহর থেকে পাঠানো মানুষের জন্য জরুরি ভিত্তিতে এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী মাসের শুরুতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, র্যান্ডাল’স আইল্যান্ডের এই আশ্রয়শিবিরে সাময়িকভাবে ৫০০ পুরুষ থাকতে পারবেন। এরই মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোন কলের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক তো সংকটকালে মানবিক সহায়তার রোল মডেল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই ভেনেজুয়েলা থেকে এসেছেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে। বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকারকর্মীরা।
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫