ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবার এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে আসরা পানাহি (১৬) নামের ওই ছাত্রীর স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখন ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের প্রশংসামূলক গান গাইতে অস্বীকৃতি জানালে আসরাকে পিটিয়ে হত্যা করা হয়। কো-অর্ডিনেটিং কাউন্সিল অব ইরানিয়ান টিচার্স অ্যাসোসিয়েশনের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
টিচার্স অ্যাসোসিয়েশন বলছে, গত ১৩ অক্টোবর আরদাবিল এলাকার শহীদ গার্লস স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সে সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে প্রশংসামূলক একটি গান গাইতে বলা হয় ছাত্রীদের। অস্বীকৃতি জানালে স্কুলছাত্রীদের পেটান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে বেশ কয়েকজন ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের আটক করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার আসরা পানাহির মৃত্যু হয়।
তবে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। এ ছাড়া নিজেকে আসরার চাচা পরিচয় দিয়ে এক ব্যক্তি রাষ্ট্রীয় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, হৃদ্রোগের কারণে আসরার মৃত্যু হয়েছে।
এদিকে আসরার মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হলে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে স্কুলের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা হিজাব উড়িয়ে ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুলে অভিযান পরিচালনা করছে ইরানি কর্তৃপক্ষ। অনেক স্থানে স্কুলের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা, তাদের বিভিন্ন শাস্তি দেওয়ার ঘটনাও ঘটেছে।
ইরান সম্পর্কিত আরও পড়ুন:
ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবার এক স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত সপ্তাহে আসরা পানাহি (১৬) নামের ওই ছাত্রীর স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। তখন ক্ষমতাসীন ধর্মীয় নেতাদের প্রশংসামূলক গান গাইতে অস্বীকৃতি জানালে আসরাকে পিটিয়ে হত্যা করা হয়। কো-অর্ডিনেটিং কাউন্সিল অব ইরানিয়ান টিচার্স অ্যাসোসিয়েশনের বরাতে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
টিচার্স অ্যাসোসিয়েশন বলছে, গত ১৩ অক্টোবর আরদাবিল এলাকার শহীদ গার্লস স্কুলে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সে সময় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে প্রশংসামূলক একটি গান গাইতে বলা হয় ছাত্রীদের। অস্বীকৃতি জানালে স্কুলছাত্রীদের পেটান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। পরে বেশ কয়েকজন ছাত্রীকে হাসপাতালে পাঠানো হয় এবং অন্যদের আটক করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার আসরা পানাহির মৃত্যু হয়।
তবে এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরানি কর্তৃপক্ষ। এ ছাড়া নিজেকে আসরার চাচা পরিচয় দিয়ে এক ব্যক্তি রাষ্ট্রীয় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে দাবি করেন, হৃদ্রোগের কারণে আসরার মৃত্যু হয়েছে।
এদিকে আসরার মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যু হলে ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে স্কুলের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা হিজাব উড়িয়ে ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্কুলে অভিযান পরিচালনা করছে ইরানি কর্তৃপক্ষ। অনেক স্থানে স্কুলের শিক্ষার্থীদের গ্রেপ্তার করা, তাদের বিভিন্ন শাস্তি দেওয়ার ঘটনাও ঘটেছে।
ইরান সম্পর্কিত আরও পড়ুন:
পাকিস্তানের বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং এর প্রধান সহযোগী একটি গ্রুপকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এই ঘোষণা দেয়।
১২ আগস্ট ২০২৫জাতিসংঘের তিন-চতুর্থাংশ সদস্য দেশ এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে বা শিগগিরই দেওয়ার পরিকল্পনা করছে। আগামী সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়ে সোমবার এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া।
১২ আগস্ট ২০২৫আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু পানিবণ্টন চুক্তি নিয়ে গত ৮ আগস্ট এক রায়ে আন্তর্জাতিক আদালত বলেছে যে, ভারতকে পাকিস্তানের জন্য সিন্ধু নদীর পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানি অবাধভাবে প্রবাহিত হতে দিতে হবে। আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে, ভারতের নতুন হাইড্রোপাওয়ার প্রকল্পসমূহ চুক্তির নির্ধারিত মানদণ্
১২ আগস্ট ২০২৫পাকিস্তান আবারও ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়েছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো ভারতকে সিন্ধু পানিবণ্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করার বিষয়ে হুমকি দিয়েছেন। পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ভারত পাকিস্তানের ‘বড় ক্ষতি’ করেছে এবং প্রধানমন্ত্রী...
১২ আগস্ট ২০২৫