ওয়েটিং ফর গডো
স্যামুয়েল বেকেটের ‘ওয়েটিং ফর গডো’ অনুবাদ করলেন কবীর চৌধুরী। এ রকম অ্যাবসার্ড নাটক অনুবাদ করা খুব কঠিন। কবীর চৌধুরী নাটকটি শোনানোর জন্য ডাকলেন আলী যাকের, ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার আর আতাউর রহমানকে। তাঁর বাড়িতেই নাটকটি পড়ে শোনালেন। তারপর তিনি বললেন, ‘আমি চাই, তোমরা দুই দল মিলে নাটকটি করো। যদিও