পাবনার ভাঙ্গুড়ায় নৈশপ্রহরী হত্যায় জড়িত সন্দেহে সাতটি পরিবারের ১০টি ঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে দুই সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। খেয়ে না খেয়ে কাটছে তাদের দিন। এরই মধ্যে হত্যায় জড়িত দুই আসামি ও ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় তিন আসামিকে
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোয় ওসমান গনি মোল্লা (৬২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাবনার ভাঙ্গুড়ায় দুর্বৃত্তদের কুপিয়ে জখমের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওসমান গনি মোল্লা (৫৮) নামের এক নৈশপ্রহরী মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ৫ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন অভিযুক্তরা। টাকা না দিলে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকেন। এক পর্যায়ে তারা আমাকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করেন। অভিযুক্তদের মধ্যে ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য মানিক হোসেন আমার স্বামী আরিফের ব্যবসা প্রতিষ্ঠান ‘আরিফ স্টোর’ এ গিয়ে তার কাছ থেকে ওই টাকা নিয়ে যান।