পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোয় ওসমান গনি মোল্লা (৬২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চণ্ডীপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নিহত গনি খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি ওই মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাতে মেয়েটিকে নিয়ে চণ্ডীপুর এলাকায় আসেন শাহাদত ও তাঁর দুলাভাই ইয়াসিন আলী। তাঁরা গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই তরুণীর বিয়ে পড়ানোর অনুরোধ করেন।
তবে শাহাদতের আগের পক্ষের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন মিলে ধারালো দা দিয়ে গনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁর সঙ্গে থাকা একজন কিশোর চিৎকার করে স্থানীয়দের খবর দিলে বাজারের নৈশপ্রহরীর সহায়তায় গনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদত হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনের বিয়ে না পড়ানোর কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। মামলার প্রস্তুতি চলছে।’
পাবনার ভাঙ্গুড়ায় বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোয় ওসমান গনি মোল্লা (৬২) নামের এক ইমামকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চণ্ডীপুর সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নিহত গনি খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি ওই মাদ্রাসার নৈশপ্রহরী ও কাজীপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাজীপাড়া এলাকার মৃত বদরুজ্জামানের ছেলে শাহাদত হোসেন মোবাইল ফোনে ময়মনসিংহ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাতে মেয়েটিকে নিয়ে চণ্ডীপুর এলাকায় আসেন শাহাদত ও তাঁর দুলাভাই ইয়াসিন আলী। তাঁরা গনি মোল্লার কাছে গিয়ে শাহাদতের সঙ্গে ওই তরুণীর বিয়ে পড়ানোর অনুরোধ করেন।
তবে শাহাদতের আগের পক্ষের স্ত্রী ও সন্তান থাকায় ইমাম গনি বিয়ে পড়াতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহাদত ও ইয়াসিন মিলে ধারালো দা দিয়ে গনিকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। তাঁর সঙ্গে থাকা একজন কিশোর চিৎকার করে স্থানীয়দের খবর দিলে বাজারের নৈশপ্রহরীর সহায়তায় গনিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
খবর পেয়ে রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। গনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার দুপুরে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহাদত হোসেনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘একজনের বিয়ে না পড়ানোর কারণে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে। মামলার প্রস্তুতি চলছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে