সংসারের হাল ধরার সামর্থ্য নেই 'খোয়াজ খাঁর'
খোয়াজ খাঁর বয়স ১০০ বছরেরও বেশি। বার্ধক্যের কারণে নানা রোগ বাসা বেঁধেছে তাঁর শরীরে। কানে শুনতে পান না ঠিকমতো। চোখেও তেমন ভালো দেখেন না। লাঠিভর দিয়ে চলাফেরা করতে হয় তাঁকে। একমাত্র উপার্জনক্ষম ছেলের উপার্জনে স্ত্রী, পরিজন নিয়ে কোনোমতো চলছিল তাঁদের দিন।