Ajker Patrika

পাবনায় ট্রাকচাপায় বাবা–মেয়ের মৃত্যু

প্রতিনিধি, পাবনা
পাবনায় ট্রাকচাপায় বাবা–মেয়ের মৃত্যু

পাবনা সদর উপজেলার তারিবাড়িয়া বাজার এলাকায় ট্রাকের চাপায় বাবা-মেয়ে নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি থামিয়ে ভাঙচুর চালিয়েছে।

নিহতরা হলেন- সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের সেলিম মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। আহত হয়েছেন আলমগীর হোসেনের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, পাবনা থেকে মটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথে তারাবাড়িয়া বাজারের কাছে রাস্তার পাশে মটরসাইকেল থামিয়ে সেলফোনে কথা বলছিলেন। এ সময় বালুবাহী একটি ট্রাক পেছন থেকে তাদের মটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ে মারা যায়। গুরুতর আহত নাসরিন খাতুনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত