Ajker Patrika

৩৮ মিনিটের যুদ্ধ

ল-র-ব-য-হ ডেস্ক
৩৮ মিনিটের যুদ্ধ

পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ হয় ১৮৯৬ সালের ২৭ আগস্ট। যুক্তরাজ্য ও জাঞ্জিবারের সুলতানের মধ্যে এ যুদ্ধ হয়। জানা যায়, ১৮৯৬ সালে ব্রিটিশ-সুরক্ষিত জাঞ্জিবারের সুলতানের মৃত্যু হয়। এই সুযোগে অনুমোদন ছাড়াই একজন নতুন ব্রিটিশ সুলতানের পদে আরোহণ করেন। তবে ব্রিটিশরা এতে খুশি হয়নি। এই অসন্তোষকে উপেক্ষা করে সুলতান খালিদ বিন বারগাশ পদত্যাগে অস্বীকৃতি জানালে উত্তেজনা বেড়ে যায়। অবশেষে ব্রিটিশ যুদ্ধ জাহাজে পালানোর সিদ্ধান্ত নেন খালিদ। তবে পালানোর আগে ৪০ মিনিটেরও কম সময়ে প্রাসাদে বোমা হামলা হয়। এভাবেই অ্যাংলো-জাঞ্জিবার যুদ্ধের (খুব দ্রুত) সমাপ্তি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত