যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে, তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে, তারে সেখানে কোপামু।’ ওই যুবকের পরিচয় জানা গেছে। তাঁর নাম মিরাজ। তিনি ধামুরা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
যুবককে বলতে শোনা যায়, ‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু। যারে যেখানে ভালো লাগবে তারে সেখানে কোপামু।’ তবে ওই যুবকের নাম বা পরিচয় শনাক্ত করা যায়নি। ভিডিওতে আরও দেখা গেছে, সড়কের ওপর পড়ে থাকা রক্তাক্ত একজনকে পাঁচ-ছয়জন যুবক নির্মমভাবে পেটাচ্ছেন। সেখানে এক নারীকে আহাজারি করতে শোনা যায়।
শ্যামপুর থানা সূত্র জানিয়েছে, গ্রেপ্তার হওয়া লিপুর (৪৯) বিরুদ্ধে শ্যামপুর ও ওয়ারী থানায় হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।
রংপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।