ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ সিরিজের ফাইনালে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পাশাপাশি রানও উঠছিল ধীর গতিতে। তবে আজিজুল হাকিম তামিম-কালাম সিদ্দিকীদের বাংলাদেশের এই অনূর্ধ্ব-১৯ দল যে অন্য ধাতুতে গড়া। শিরোপা নির্ধারণী ম্যাচে আজ প্রোটিয়াদের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক ক্রিকেট হয়না বললেই চলে। সবশেষ ২০০৮ সালে বাংলাদেশ-অস্ট্রেলিয়া খেলেছে এই স্টেডিয়ামে। অবশেষে আজ ১৭ বছরের অপেক্ষা ফুরোল ডারউইনের ম্যারারা ক্রিকেট গ্রাউন্ডের। এই মাঠে এবার খেলছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
রেকর্ড তো আর কম করেননি সাকিব আল হাসান-রশিদ খান-সুনীল নারাইনরা। সীমিত ওভারের ক্রিকেটে স্পিন ভেলকিতে ব্যাটারদের ভড়কে দিয়ে মুড়ি-মুড়কির মতো উইকেট নিচ্ছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় সেরা পাঁচে আছেন এই তিন স্পিনার।
এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক দলের ফিটনেস ক্যাম্প চলছে। সেটারই অংশ হিসেবে আজ সকালে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে ১৬০০ মিটারের রানিং সেশন হয়েছে। তবে জাতীয় দলের ফিটনেস টেস্টে আজও দেখা যায়নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসকে।